বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : প্রতিবন্ধী ব্যক্তিরা শুধু প্রতিবন্ধিতার কারণে নানান বৈষম্যে শিকার হচ্ছে, কর্ম না পাওয়া এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়ায় প্রতিবন্ধী ব্যক্তিরা উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত হতে পারছে না। প্রতিবন্ধী শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানান। একই সঙ্গে বিশ^ ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকার প্রতি বছর ১.২ বিলিয়ন মার্কিন ডলার হারাচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের উৎপাদনশীল কাজে সম্পৃক্ত না করায়।
ডিজএ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের (ডিসিএফ) আয়োজনে এবং ডিজএ্যাবিলিটি রাইটস ফান্ড (ডিআরএফ) এর সহযোগিতায় রাজধানীর পুরানা পল্টনস্থ প্রগতি সম্মেলন কক্ষে গতকাল অনুষ্ঠিত প্রতিবন্ধী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ট্রেড ইউনিয়ন সমূহের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডিসিএফের চেয়ারম্যান এবং জাতীয় ব্লাইন্ড ক্রিকেট টিমের অধিনায়ক হাফিজুর রহমান বুলেট।
সভায় ডিসিএফের নির্বাহী পরিচালক নাসরিন জাহান বলেন, প্রতিবন্ধী শ্রমিকদের প্রধান সমস্যা হলো তাদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অপ্রবেশগম্য পরিবেশ। তিনি বলেন, যদি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়, তাহলে তাদের অবদানের ফলে দেশের অর্থনৈতিক অবস্থা আরো ত্বরান্বিত হবে এবং ১.৭ প্রবৃদ্ধি বাড়বে।
আমাদের সবাইকে একসাথে কাজ করে প্রতিবন্ধী শ্রমিকদের সম সুযোগ ও সমান কাজের জন্য সমান ভাতা, নিরাপদ ও স্বাস্থ্যকর কর্ম-পরিবেশ, নিপীড়ন থেকে সুরক্ষা এবং প্রশমনসহ কাজে ন্যায্য ও অনুকূল পরিবেশ পেতে অন্যান্যদের সাথে সমতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সুরক্ষা করতে হবে, মতবিনিময় সভায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চোধুরী বলেন। বাস্টের জ্যেষ্ঠ গবেষক রেজাউল করিম সিদ্দিকী মতবিনিময় সভার মূখ্য আলোচক হিসেবে বলেন, ট্রেড ইউনিয়ন সমূহের কমিটিতে প্রতিবন্ধী শ্রমিকদের অংশগ্রহণ বৃদ্ধি করতে পারলে বিদ্যমান বৈষম্য হ্রাস পাবে।
কর্মে প্রতিবন্ধী ব্যক্তিদের বিদ্যমান বৈষম্য দূরকরণে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করার জন্য ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের কাছে সভায় উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠকরা আহ্বান জানান, যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা সম্মান ও মার্যাদার সাথে জীবন যাপন করতে পারে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিসিএফের কর্মসূচি সমন্বয়কারী সোহেল রানা। প্রতিবন্ধী শ্রমিক, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ উন্নয়নকর্মীরা সভায় বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।