Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপের নিষেধাজ্ঞার কবলে পুতিনের প্রাক্তন ‘প্রেমিকা’: বিবিসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২২, ৭:৪৮ পিএম

ভ্লাদিমির পুতিনের সাবেক প্রেমিকা হিসেবে পরিচিত আলিনা কাবায়েভা নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন। সদ্য প্রস্তাবিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজে তার নামও আছে। সাবেক এই জিমন্যাস্ট বর্তমানে রুশ রাজনীতিতে জড়িত। সাথে তিনি মিডিয়া ম্যানেজার হিসেবেও কাজ করেন। -বিবিসি, সিএনএন

এখনও এই প্রস্তাবিত নিষেধাজ্ঞা প্যাকেজের খসড়ায় সই করেনি ইইউ। তবে দু-একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ইইউর দুইটি সূত্র বিবিসিকে জানিয়েছে, কাবায়েভাও ইউরোপিয়ান কমিশনের নিষেধাজ্ঞা তালিকায় আছেন। রাশিয়ার ন্যাশনাল মিডিয়া গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করায় তাকেও ইইউ’র নিষেধাজ্ঞা তালিকায় রাখা হয়েছে। তার নিয়ন্ত্রণে আছে টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যম।পুতিনের সাথে আলিনা কাবায়েভার প্রেমের সম্পর্ক ছিল এমনটা বাজারে প্রচলিত আছে। তবে বিষয়টি কোনদিও স্বীকার করেননি পুতিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ