গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. রনি চৌধুরী (৪০) নামের একটি বাস সুপারভাইজার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই হিরা বলেন, রনি একটি গাড়ির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। রাতে মাতুয়াইল মেডিকেলের সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত রনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শান্তিধারা এলাকার মৃত মতিন চৌধুরীর ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. আব্দুল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।