Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে রাষ্ট্রভাষা হিন্দি নয়!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২২, ১২:০৫ এএম

ভারতে হিন্দি বিতর্কে এবার মুখ খুললেন গায়ক সোনু নিগমও। তিনি সাফ জানিয়ে দিলেন, ‘হিন্দি কোনও ভাবেই ভারতের রাষ্ট্রভাষা নয়। জোর করে তা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে দেশের অভ্যন্তরেই ফাটল ধরবে।’
কয়েক দিন আগেই পরোক্ষে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিকে একহাত নিতে গিয়ে ‘হিন্দি আমাদের রাষ্ট্রভাষা’ বলে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড নায়ক অজয় দেবগণ। আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোলের বন্যা। অজয়কে পাল্টা জবাব দেন দক্ষিণী অভিনেতা কিচ্চা সুদীপও।
রাজনৈতিক দলগুলোও এ বিষয়ে সরব হয়েছে। নিজেদের মত প্রকাশ করে ভাষাগত বৈচিত্রের পক্ষে কথা বলেন কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দরামাইয়া, বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, ওমর আবদুল্লা এবং এইডি কুমারস্বামী। আপাতত ওই দুই অভিনেতা পেশাদারিত্ব দিয়ে বিতর্কে ইতি টেনেছেন। কিন্তু সহজে যে তা পিছু ছাড়ার নয়, তা আরও একবার প্রমাণ হয়ে গেল সোনু সরব হওয়াতেই।
মুম্বাইয়ের এক অনুষ্ঠানে সোনু বলেন, ‘হিন্দি আমাদের রাষ্ট্রভাষা- সংবিধানের কোথাও এমন কথা লেখা নেই। ভারতে হিন্দি ভাষাভাষীর সংখ্যা সর্বাধিক হলেও হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়। জোর করে তা চাপিয়ে দিতে গেল হিতে বিপরীত হবে। কেন এসব নিয়ে আলোচনা হচ্ছে, সেটাই তো বুঝতে পারছি না। সারা দেশের মানুষ এক ভাষাতেই কথা বলবে, এমন মনে করার কি সত্যিই কোনও অর্থ আছে?’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ