Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাপা : জি এম কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২২, ১০:০২ পিএম

জাতীয় পার্টি (জাপা) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি। বৃহস্পতিবার (৫ মে) বেলা ১১টায় বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা হচ্ছে। এ ছাড়া সফলভাবে কাউন্সিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় কাজ করছেন বলেও জানান তিনি।

সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনকালীন পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা বিবেচনা করে নির্বাচনে জোট গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির নির্বাচনকালে সরকার ব্যবস্থার দাবি প্রসঙ্গে জি এম কাদের বলেন, সংবিধান পরিবর্তনে সরকারের সমর্থন লাগে, তাছাড়া সম্ভব নয়। আর আন্দোলনের মাধ্যমে বিএনপি দাবি আদায় করবে-এ বিষয়ে দলটির ওপর সাধারণ মানুষের আস্থা নেই।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ