Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রমজানজুড়ে মেহনত করায় ইমামকে স্পেনের মুসলিমদের বিলাসবহুল উপহার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২২, ১০:৫৪ এএম

রমজানজুড়ে মেহনত করায় মসজিদের ইমামকে বিলাসবহুল গাড়ি উপহার দিল স্পেনের মুসলিমরা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মরক্কীয় বংশোদ্ভূত ওই ইমামের কাছে গাড়ির চাবিটি হস্তান্তর করা হয়েছে।

বুধবার আলজাজিরা ইমামকে মুসুল্লিদের গাড়ি উপহারের এই বিরল ঘটনা নিয়ে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে জানানো হয়, ইমামকে গাড়ি উপহার দেয়ার মুহূর্তের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল।

স্পেনের লেইদা শহরের মুসলিমরা ইমামকে এই সম্মান দিয়েছে। তারা তাকে যে গাড়িটি দিয়েছে, তার মডেল হলো- অডি এ-৬। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ফুল ছিটিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে গাড়ির চাবিটি ইমামের হাতে তুলে দেয়া হচ্ছে। এ সময় মুসুল্লিরা ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে পরিবেশ মুখরিত করে তোলেন।

মরক্কোর একটি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওই ইমামের নাম শায়খ ওসামা। তিনি ওই মসজিদে গত সাত বছর যাবত ইমামতি করছেন। মরক্কোর উত্তর-পশ্চিম ল্যারাচি শহরের উপকণ্ঠ তার জন্মস্থান। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন।

আলেম ও কুরআনের বাহককে যথার্থ সম্মান প্রদান করতেই ইমামকে এই বিলাসবহুল গাড়িটি উপহার হিসেবে দেয়া হয়েছে বলে জানালেন ওই মসজিদের কয়েকজন মুসুল্লি।

শায়খ ওসামা গাড়িটি উপহার পেয়ে বেশ আপ্লুত। তিনি বলেন, ‘আজ আমি অনেক আনন্দিত। হঠাৎ মসজিদের কয়েকজন মুসুল্লি বিলাসবহুল গাড়িটি নিয়ে হাজির। আল্লাহর শুকরিয়া ও অনুগ্রহ।’

এ সময় তিনি মুসুল্লিদের এই আন্তরিকতা প্রদর্শনের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মসজিদের সব মুসুল্লি ও তার স্বজনদের সুস্থতা এবং নিরাপত্তা কামনা করেছেন।

সূত্র : আলজাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ