Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও ‘কম দামে’ রাশিয়ার তেল কিনতে চায় ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২২, ৭:৪৬ পিএম

ইউক্রেনে রাশিয়ার অযাচিত আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েটি দেশ রাশিয়ার কাছে থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের কাছে অপেক্ষাকৃত কম মূল্যে অপরিশোধিত তেল বিক্রি করতে রাজি হয়েছে রাশিয়া। গত মাসে দুই দেশ এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনাও করেছে। তবে ভারত এই সুযোগে রাশিয়ার প্রস্তাবিত মূল্যের চেয়ে আরও কম দামে তেল কিনতে চায়। ব্লুমবার্গের বরাত দিয়ে আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি ব্যারেলপ্রতি ৭০ ডলারের কম মূল্যে রাশিয়ার কাছে থেকে তেল কিনতে চাইছে। যুক্তি হিসেবে ভারত বলছে, বিশ্বের অনেক দেশ রাশিয়ার তেল বয়কট করেছে। এমন পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল আমদানি করতে ভারকে অনেক প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হবে। তাই ভারত তেল কেনার ব্যাপারে রাশিয়ার কাছে আরও বেশি মূল্যছাড় চায়। বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ব্যারেলপ্রতি ১০৫ ডলার।

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। রাশিয়ার কাছে থেকে দেশটি নিয়মিত জ্বালানি তেল কিনে থাকে। গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর ভারত বিশেষ ছাড়কৃত মূল্যে রাশিয়ার কাছে প্রায় ৪০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে। গত মাসেও রাশিয়া ভারতকে ১৫ মিলিয়ন ব্যারেল তেল ক্রয়ের ওপর এককালীন ছাড় দিয়েছে। এরপরও ভারত তেলের দামের ওপর আরও বেশি ছাড় দেওয়ার দাবি জানিয়েছে।

ব্লুমবার্গ জানিয়েছে, ২০২১ সালের তুলনায় গত দুই মাসে ভারত অন্তত ২০ শতাংশ বেশি তেল আমদানি করেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারত এখন পর্যন্ত এ রকম কোনো পদক্ষেপ নেয়নি। এ জন্য দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের রোষানলে পড়েছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে ভারতকে হুঁশিয়ারিও দিয়েছে পশ্চিমা দেশগুলো। তবে ভারত নিজের সিদ্ধান্তে এখনো অনড়। দেশটি রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার পাশাপাশি জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ