Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে সুইডিশের নাগরিকের মৃত্যুদণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২২, ৬:১৭ পিএম

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানি বংশোদ্ভূত সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড এই মাসেই কার্যকর করবে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আহমেদ রেজা জালালি নামের ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বুধবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ—এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আইএসএনএ জানিয়েছে, আগামী ২১ মে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। পেশায় চিকিৎসক ও গবেষক আহমেদ রেজা জালালিকে ২০১৬ সালে ইরানে একাডেমিক সফরে এসে গ্রেপ্তার হয়েছিলেন।

আহমেদ রেজা জালালির মৃত্যুদণ্ডের বিষয় নিয়ে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো কোনো মন্তব্য করেনি।

এই ঘোষণাটি এমন সময়ে এল যখন ২০১৯ সালে সুইডেনে গ্রেপ্তার হওয়া ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা হামিদ নূরীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে সুইডেন। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। ১৯৮৮ সালে ইরানের কারাজের গোহারদশত কারাগারে সরকারি নির্দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজনৈতিক বন্দীদের হত্যায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করার অভিযোগ রয়েছে নূরীর বিরুদ্ধে। সুইডিশ আইনের অধীনে, দেশটির আদালত বিদেশে সংঘটিত আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে অপরাধের জন্য সুইডিশ এবং অন্যান্য নাগরিকদের বিচার করতে পারে।

তবে নূরীর বিচারকার্যের বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছিল দেশটির আপত্তি জানাতে। ইরান জানিয়েছে, নূরীর বিরুদ্ধে সুইডিশ কৌঁসুলিরা যেসব অভিযোগ এনেছেন তা ভিত্তিহীন ও বানোয়াট। সূত্র : রয়টার্স।



 

Show all comments
  • Muhammad Towfiq Salam ৪ মে, ২০২২, ৬:২৫ পিএম says : 0
    শিরোনামে লেখা হয়েছে ''সুইডিশের নাগরিকের মৃত্যুদণ্ড''। এটি ভুল। সঠিক হবে ''সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড''। ধন্যবাদ
    Total Reply(1) Reply
    • Muhammad Towfiq Salam ৪ মে, ২০২২, ৬:৫২ পিএম says : 0
      ''সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড'' লিখলেও হবে।
  • Muhammad Towfiq Salam ৪ মে, ২০২২, ৮:৩৯ পিএম says : 0
    ''সুইডিশ নাগরিকের মৃত্যুদণ্ড'' লিখলেও চলে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ