Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রোন হামলায় রাশিয়ার দুটি নৌযান ডুবিয়ে দিলো ইউক্রেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০২২, ১০:২৪ পিএম

ড্রোন হামলা চালিয়ে কৃষ্ণ সাগরে অবস্থানকারী রাশিয়ার দুইটি টহল নৌযান ধ্বংস করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এই ড্রোন হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন। তবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি পশ্চিমা গণমাধ্যমগুলো।

ইউক্রেনের সেনাবাহিনী প্রধান চিফ অব জেনারেল স্টাফ ভেলারি জুলুঝিনির দাবি, ড্রোন হামলা চালিয়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি টহল নৌযান ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, ‘সোমবার (২ মে) রাশিয়ার দুটি র‌্যাপ্টোর ক্লাস নৌযান ভোরে স্ন্যাক আইল্যান্ডের কাছে ধ্বংস করা হয়েছে।’

ইউক্রেনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কৃষ্ণ সাগরে টহলরত রাশিয়ার দুটি টহল নৌযান লক্ষ্য করে আকাশ থেকে হামলা চালানো হচ্ছে। এই হামলায় ড্রোনের মাধ্যমে মিসাইল ছুঁড়তে দেখা যায়।

এদিকে ইউক্রেনের হামলায় নিজেদের নৌযান ধ্বংস হওয়ার ব্যাপারে এখনো কিছু জানায়নি রাশিয়া।

এর আগে ইউক্রেনের ছোড়া নেপচুন মিসাইলে রাশিয়ার বিশাল যুদ্ধ জাহাজ মস্কভা কৃষ্ণ সাগরের অতল গভীরে তলিয়ে যায়। যদিও রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, জাহাজে আগুন লাগায় সেখানে বিস্ফোরণ হয়। পরে জাহাজটি ক্ষতিগস্ত হয়ে ডুবে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ