Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

এপিফ্যানিয়ার প্রথম চলচ্চিত্র লংগেস্ট নাইট অব দ্য ইয়ার

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দীর্ঘতম রাতের দেবী এবং এক যুবকের অপেক্ষার গল্প নিয়ে ‘লংগেস্ট নাইট অব দ্য ইয়ার’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাওন শাহ এবং মুন্নি তালুকদার। আবদুল্লাহ আল মুক্তাদিরের গল্প অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির পরিচালক দীপা মাহবুবা ইয়াসমিন। এটি প্রযোজনা করেছে প্রযোজনা সংস্থা ‘এপিফ্যানিয়া’। শিল্প ও চলচ্চিত্রের প্রতি ভালোবাসা এবং ভিন্ন ঘরাণার কাজ করার স্বপ্ন নিয়েই এক দল তরুণের এ উদ্যোগ। কোন ব্যবসায়িক পরিকল্পনা থেকে প্রযোজনা সংস্থাটির সৃষ্টি হয়নি। ভিন্ন পেশার পাশাপাশি তারা এ প্রযোজনা সংস্থাটি পরিচালনা করে যাচ্ছেন। এপিফ্যানিয়ার আহŸায়ক ও গল্পকার আবদুল্লাহ আল মুক্তাদির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করছেন। এপিফ্যানিয়ার ব্যবস্থাপনা পরিচালক রাসেল রানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে দৈনিক সমকালে পত্রিকায় কর্মরত রয়েছেন এবং এপিফ্যানিয়ার কর্ণধার ও নির্মাতা দীপা মাহবুবা ইয়াসমিন স্নাতক সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। বর্তমানে শিল্পচর্চার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত রয়েছেন। এ বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে তার একক প্রদর্শনী ‘পিঙ্ক মিথ অব হেল’ প্রশংসিত হয়েছে। রাধা-কৃষ্ণের প্রচলিত মিথ ভেঙে আবদুল্লাহ আল মুক্তাদিরের ছোটগল্প ‘বছরের দীর্ঘতম রাত’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এর দৃশ্যায়ন হয়েছে রাজধানী ঢাকায় শ্যামলীর ইনডোরে সেটে। দৃশ্যধারণ করেছেন খালেক সাদমান। আগামী ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এর উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এপিফ্যানিয়ার প্রথম চলচ্চিত্র লংগেস্ট নাইট অব দ্য ইয়ার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ