Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এএফসি এলিট প্যানেলে যেতে পারলেন না জয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ৮:৪০ পিএম

সব দেশের ফিফা রেফারিরা এলিট প্যানেলে প্রবেশের জন্য নানা পরীক্ষা ও আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে থাকেন। বাংলাদেশের একমাত্র নারী ফুটবল রেফারি জয়া চাকমা অনেক চেষ্টা করেও নিজের নাম এলিট প্যানেলে লেখাতে পারলেন না। এএফসি এলিট প্যানেলের জন্য শনিবার জয়া বিকেএসপিতে পরীক্ষা দিয়েছেন। শনিবারের মধ্যেই এএফসিতে ফলাফল পাঠানোর বাধ্যবাধকতা ছিল। এলিট প্যানেলের পরীক্ষার অনলাইন ও আগের ধাপগুলো ভালোমতোই উতরে ছিলেন জয়া। ফিটনেস পর্বের তিনটি অংশ থাকে। সেই তিন অংশের প্রথম দুটি সংক্ষিপ্ত রানিং ও স্প্রিন্টে উতরে গেলেও ৪০০ মিটারের অ্যাথলেটিক্স ট্র্যাকে দশটির বেশি চক্কর দিতে পারেননি জয়া। ৬ চক্করেই থেমে যান তিনি। ফলে এএফসি এলিটে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হলো তার।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ