Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: চারটি সিডিতে গত ১০ আগস্ট প্রকাশিত হয় কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৪৫টি গানের সংকলন। অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উপভোগ করেন শিল্পীর জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। এবার দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামের প্রামাণ্যচিত্রটি। ৩৫ মিনিটের প্রামাণ্যচিত্রটিতে উঠে এসেছে গুণী কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ব্যক্তি ও কর্মজীবন। এটি নির্মাণ করেছেন সাদাত হোসাইন। বাংলা ঢোলের প্রযোজনায় নির্মিত দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী দেখা যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্সে। এদিকে সিডিতে প্রকাশিত হাদীর গানগুলো শোনা যাচ্ছে ৪৬৪৬ নাম্বারে ডায়াল করে। পাশাপাশি বাজারে পাওয়া যাচ্ছে অ্যালবাম। অচিরেই একাধিক গানের ভিডিওচিত্র প্রকাশ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ