Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে জুয়ার আসর ১০ জুয়ারি আটক

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ৩:২৬ পিএম

মির্জাপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়ারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার মহড়ো ইউনিয়নের আদাবাড়ি গ্রামের লাভলু মিয়ার বাড়ির উঠানে চলা জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের লাভলু মিয়া, মাহবুবুর রহমান, জামাল বাদশা, কায়সার, শফিক মিয়া, মঞ্জু মিয়া, শাহীন, জোয়াহের, বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো.মালেক ও হাবলা গ্রামের যুবরাজ।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তার নেতৃত্বে থানা পুলিশের একটি দল আদাবাড়ি গ্রামের লাভলু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় বসত বাড়ির উঠান থেকে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে নগদ ৭হাজার ৭০০ টাকা ও তাসসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, আটককৃতদের নামে মামলা দেয়ার পর শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ