Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াবা উদ্ধারের প্রথম মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

চাঞ্চল্যকর ও আলোচিত দেশের প্রথম ইয়াবা উদ্ধার মামলায় সাজাপ্রাপ্ত আসামি এমরান হককে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, ২০০২ সালের ১৯ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গুলশানের নিকেতন এলাকা থেকে হিরোইন, ইয়াবা ও নিষিদ্ধ ঘোষিত অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ওই ঘটনায় তদন্ত কার্যক্রম শেষে মামলা তদন্তকারী কর্মকর্তা এমরান হকসহ ৬ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।
বিচার কার্যক্রম শেষে বিজ্ঞ বিশেষ দায়রা জজ আদালত চলতি বছরের গত ৩১ মার্চ মামলার রায় ঘোষণা করেন। রায়ে এজাহার নামীয় শফিকুল ইসলামকে যাবজ্জীবন ও তদন্তে প্রাপ্ত চার্জশিটভুক্ত এমরান হক ও সোমনাথ সাহাসহ ৪ জনকে ৩ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। এমরান হক ও সোমনাথ সাহা পলাতক হওয়ায় বিজ্ঞ আদালত কর্তৃক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যকর মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ও গত রাতে এমরান হককে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ