গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আর মাত্র কয়েকদিন পরেই ঈদুল ফিতর। এরই মধ্যে অনেকেরই কেনাকাটা প্রায় শেষ! আবার অনেকেই এখন শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত। ঈদে বরাবরই বড়দের চেয়ে ছোটদের আনন্দ-উল্লাস বেশি থাকে।
নতুন জামা-জুতা না হলেও তো ছোট্ট মানুষটির ঈদ পূর্ণতা পায় না। তাই ঈদে সবার আগে ঘরের ছোট সদস্যের পোশাক কেনা উচিত। অনেকেরই এরই মধ্যে হয়তো শিশুর পোশাক কিনে ফেলেছেন, তবে যারা এখনো কেনেননি তাদের উচিত কয়েকটি বিষয় মাথায় রাখা।
এখন যেহেতু গরম তাই শিশুর জন্য আরামদায়ক পোশাক কেনার বিকল্প নেই। অনেক ড্রেস আছে, যেগুলো দেখতে সুন্দর হলেও কাপড়ের গুণমান মোটেও ভালো নয়।
এমন পোশাক পরলে শিশুরা অস্বস্তিবোধ করে। যা অনেক অভিভাবকই টের পান না। তাই এ বিষয়ে নজর রেখে তবেই শিশুর ঈদের পোশাক নির্বাচন করতে হবে।
শিশুর পোশাকে কেউ কেউ গুরুত্ব দেন পোশাকের নকশা আর ফ্যাশন ট্রেন্ডে, আবার কারও বিবেচনায় থাকে শিশুর স্বস্তি ও পোশাকের রঙে।
তবে শিশুর পছন্দকেও গুরুত্ব দিতে হবে। যেহেতু এখন গরম তাই হালকা রঙের পোশাক কিনে দিন শিশুকে। হালকা রংগুলো পরলে গরমে শরীর ঠান্ডা থাকে, বেশি ঘামে না।
এবারের ঈদে দেশীয় ফ্যাশন হাউজ ও অনলাইন বিভিন্ন শপে শিশুদের ঈদ পোশাকে তাই গুরুত্ব পেয়েছে ফেব্রিকস। বাহারি ডিজাইনের সুতি, নেট, হাফ সিল্ক ও লিলেনের পোশাক পাওয়া যাচ্ছে শিশুদের জন্য।
নেটের উপর কারুকাজ করা পোশাকের পাশাপাশি অ্যাম্ব্রোয়েডারি করা পোশাকও প্রাধান্য পেয়েছে। এখন সুতি ও নেটের পোশাকের উপর সুতা, পুঁতি বা সিকুইন কাজের বাহারি ডিজাইনের পোশাকের চাহিদা বেশি। পোশাকের মোটিফে থাকছে ফুলেল নকশা ও কার্টুনের প্রাধান্য।
ঈদ পোশাকের তালিকায় মেয়েশিশুদের নানা কাটের গাউন, টপ ও শর্ট স্কার্টও দেখা যাচ্ছে। ব্লক ও অ্যাম্ব্রোয়েডারি করা সালোয়ার কামিজ ও লং স্কার্টও কিনতে পারেন শিশুর জন্য।
অন্যদিকে ছেলেশিশুদের পোশাকের ক্ষেত্রে ফতুয়া, হাফ শার্ট, টি-শার্ট ও কাজ করা পাঞ্জাবির সঙ্গে নকশা করা কটি কিনতে পারে। এক্ষেত্রে হালকা রং কাপড়ের গুণমান দেখে তবেই কিনুন। শিশুদের একরঙা শার্টের সঙ্গে ছোট্ট বো-টাইও বেশ মানিয়ে যায়।
শিশুর ফ্যাশনের পাশাপাশি স্বস্তির দিকটাও মাথায় রেখে পোশাক কিনুন। পোশাকের মাপ, নকশা ও ফেব্রিকস শিশুর জন্য আরামদায়ক হবে কি-না সেটা আগে ভাবুন।
যারা অনলাইনে শিশুর পোশাক কেনার কথা ভাবছেন তারা অবশ্যই পোশাকের মেটেরিয়াল, সাইজ, রাং সব বিষয় ঠিক আছে কি না, তা যাচাই-বাছাই করে তবেই কিনবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।