রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা
কেপিএম কলাবাগান এলাকায় দুই ইউপি সদস্যদের মধ্যে সংঘর্ষ ও বসতবাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, গত ১২ নভেস্বর কাপ্তাই চন্দ্রঘোনার ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় ইউপি সদস্য প্রার্থী হেদায়েত উল্লা সমুন ও অপর প্রার্থী এরশাদ আলীর মধ্যে নির্বাচন সংক্রান্ত বিরোধ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, উক্ত ঘটনার রেশধরে নির্বাচনের দু’দিন পর সোমবার রাতে নির্বাচিত ইউপি সদস্য এরশাদ আলী ও তার সমর্থকরা হেদায়েত উল্লা সুমন ও মফিজুল ইসলামের ওপর হামলা করে এবং কলাবাগান এলাকায় তাদের বাসায় গিয়ে হামলার ঘটনা ঘটায়। এতে দু’পক্ষের সমর্থকের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাতে কেপিএম ডিসিএল বাংলার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে না পাড়ায় কাপ্তাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে। উক্ত ঘটনায় সাবেক ইউপি সদস্য হেদায়েত উল্লা সুমন ও তার সমর্থক মফিজুল ইসলাম আহত হওয়ার খবর পাওয়া যায়। এ ব্যাপারে গতকাল মঙ্গবার কাপ্তাই থানা কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তর নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্বাচন সংক্রান্ত বিরোধ নিয়ে উক্ত ঘটনার সূত্রপাত হয়। তবে দু’পক্ষের মধ্যে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।