মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে প্রতিদিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায়ও ফের কিছুটা বেড়েছে প্রতিবেশী দেশটির দৈনিক সংক্রমণ। শুক্রবার (২৯ এপ্রিল) দেশটিতে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার মানুষ। এছাড়া মৃত্যু হয়েছে ৬০ জনের।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৭ জন। মার্চের মাঝামাঝি সময়ের পর এটিই দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৭২ হাজার ১৭৬।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একদিনে ভারতে ৬০ জনের মৃত্যু হয়েছে। এতে করে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৩ হাজার ৭৫৩ জনে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবারই ভারতে দৈনিক সংক্রমণ তিন হাজারের গণ্ডি পার করেছিল। গতকাল একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ৩০৩ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সামান্য বেড়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে একদিনে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৮২১ জন। এই নিয়ে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০১ জনে। বর্তমানে ভারতে মোট আক্রান্তের ০.০৪ শতাংশ সক্রিয় রোগী।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে যে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তার মধ্যে ৪২ জনই দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বাসিন্দা। এছাড়া কেরালায় ১৪ জনের মৃত্যু হয়েছে। দিল্লি ও মহারাষ্ট্রেও গত একদিনে দুইজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪৯৬ জন। এনিয়ে দেশটিতে মোট ৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার ৬২২ জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে ভারতে সুস্থতার হার ৯৮ দশমিক ৭৪ শতাংশ। দেশটির দৈনিক সংক্রমণের হার ০.৭১ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ০.৬৩ শতাংশ।
রাজ্যভিত্তিক সংক্রমণের দিক দিয়ে ভারতে সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলছে দিল্লি থেকেই। বর্তমানে রাজ্যটির সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ২৫০ জন। দিল্লিতে সংক্রমণের হার ৪ দশমিক ৬২ শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।