Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের কাছে ধরনা দেয়া দেশের জন্য চরম অবমাননাকর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ৯:২১ পিএম

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘটনায় সরকার ভারতের কাছে ধরনা দিচ্ছে, যা দেশের জন্য চরম অবমাননাকর বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর গুম-খুন এখন আর চাপা দেওয়া বিষয় নয়।

তারা বলেন, বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক মহল থেকে বিচারবহির্ভূত হত্যা প্রসঙ্গকে দেশে-বিদেশে অনেকভাবে হাজির করা হয়েছে। বহু বছর ধরে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো গুম, খুন বন্ধ করার দাবি জানিয়ে আসছে। সরকার এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি, উল্টো যথাযথ তদন্ত না করে ‘বন্দুকযুদ্ধ’,' ক্রসফায়ার'কে চালিয়ে যেতে দিয়ে এক অর্থে বৈধতা দিয়েছে।

দলটি শীর্ষ এ দুই নেতা বলেন, এখন যখন মার্কিন নিষেধাজ্ঞা এসেছে তখন সরকারের জ্ঞান বিলোপ পেয়েছে। তারা ভারতের হাতে পায়ে ধরছে। মূলত এ সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে অপশাসন, নির্মমতাসহ যেকোনো কর্মকাণ্ডকে জায়েজ করতে চায়। একদিকে অভিযুক্ত বাহিনীকে ‘যা খুশি করার’ ইনডেমনিটি দিয়ে রেখেছে, যা একটা গণতান্ত্রিক দেশে কার্যত আইনের শাসনের বিরোধী।

তারা বলেন, দেশের প্রতি ন্যূনতম মর্যাদাবোধ না রেখে ক্ষমতায় আঁকড়ে থাকতে অন্য দেশের প্রতি অধীনস্থ হওয়ায় সার্বভৌমত্বকেই হুমকিতে ফেলেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, গুম-খুনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনাটাই হচ্ছে এ সমস্যার প্রকৃত সমাধান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ