মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২৮৭ জন ব্রিটিশ এমপির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ার এমপিদের ওপর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া বুধবার এই পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘১১ মার্চ ব্রিটিশ সরকারের ৩৮৬ জন দুমা সদস্যকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায়, পাল্টা ব্যবস্থা হিসেবে, হাউস অফ কমন্সের ২৮৭ সদস্যের উপর ব্যক্তিগত বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।’ রাশিয়া ইতোমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পাশাপাশি উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং আরও কয়েকজনকে কালো তালিকাভুক্ত করেছে। যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের মোট সদস্য সংখ্যা ৬৫০ জন। মস্কো জানিয়েছে, এই তালিকাটি এমন এমপিদের অন্তর্ভ‚ক্ত করা হয়েছে যারা রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞা তৈরিতে ‘সবচেয়ে সক্রিয় অংশ’ নিয়েছেন এবং ‘রুশোফোবিক হিস্টিরিয়া’তে আক্রান্ত। আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।