মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউটিউবে দর্শক বাড়ানোর তাগিদ যে কী ভয়ংকর হতে পারে, সেটাই প্রমাণ করে দেখিয়েছেন এক ইউটিউবার। শুধুমাত্র দর্শক বাড়ানোর জন্য মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বন্ধ করে ঝাঁপ মারেন তিনি! তারপর শুরু হয় একটার পর একটা নাটক! তার এই কাÐে ভিউয়ার বাড়লেও চটে আগুন তদন্তকারীরা। অভিযোগ প্রমাণ হতেই সেই ইউটিউবারের পাইলটের লাইসেন্স বাতিল করেছে প্রশাসন। গত ডিসেম্বর মাসে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন ট্রেভর জ্যাকব। তাতে দেখা যাচ্ছে, প্রথমে তিনি এক আসনের বিমানটির চালকের আসনে বসে রয়েছেন। বিমান তার স্বাভাবিক গতিতেই আকাশে উড়ছে। কিন্তু, হঠাই সেটির প্রপেলার কাজ করা বন্ধ করা দেয়! ট্রেভর অন্তত সেই সময় তেমনই দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, তার বিমান মাঝ আকাশেই যান্ত্রিক ত্রæটির জন্য স্তব্ধ হয়ে যায়। এরপর প্রাণ বাঁচাতেই বিমানের দরজা খুলে সটান নীচে ঝাঁপ মারেন তিনি। এবং হলিউড সিনেমার নায়েকর মতোই বেঁচে যান। আর এখানেই সন্দেহ হয় তদন্তকারীদের। কারণ, ট্রেভর আগে থেকে প্যারাশুট পরেছিলেন। অর্থাৎ তিনি আগে থেকেই এমন কাÐ ঘটানোর জন্য প্রস্তুত ছিলেন। এবং তার বিমানের নানা অংশে স্বয়ংক্রিয় ক্যামেরা লাগানো ছিল। যাতে বিমানের নীচে এসে পড়ার দৃশ্য রেকর্ড করা যায়। এমনকী, ট্রেভরের নিজের শরীরেও আগে থেকেই ক্যামেরা লাগানো ছিল। তাতে তার পতনও সুন্দরভাবে রেকর্ড হয়েছিল। তদন্তকারীরা বুঝে যান, আসলে সমস্ত রকমের বন্দোবস্ত পাকা করেই সেদিন ক্যালিফোর্নিয়ার আকাশ উড়েছিলেন ট্রেভর। দ্য টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।