Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২২, ১২:০৭ এএম

সুইজারল্যান্ডের না

ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীকে ঠেকাতে সুইজারল্যান্ড থেকে কেনা যুদ্ধসামগ্রী ইউক্রেনে পাঠাতে চায় জার্মানি। কিন্তু আমদানির চুক্তি অনুযায়ী অন্য দেশে পাঠানোর আগে সুইজারল্যান্ডের অনুমতি নিতে হবে। সেই অনুমতিই পাচ্ছে না জার্মানি। ইতোমধ্যে দু’বার অনুমতির জন্য আবেদন করা হয়েছে। দু’বারই অসম্মতি জানিয়েছে সুইজারল্যান্ডের অস্ত্র রফতানি বিষয়ক সর্বোচ্চ কর্তৃপক্ষ স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্স (এসইসিও বা সেকো)। সেকোর মিডিয়া মুখপাত্র মিশায়েল ভ্যুথরিশ জানান, নিরপেক্ষ অবস্থান ধরে রাখার স্বার্থে এবং দেশের যুদ্ধসামগ্রী সংক্রান্ত আইনের প্রতি দায়বদ্ধতার কারণে সুইজারল্যান্ডের পক্ষে অনুমতি দেয়া সম্ভব হচ্ছে না। রয়টার্স।

দায়িত্বজ্ঞানহীন
পারমাণবিক সঙ্ঘাত নিয়ে রাশিয়ার হুমকিকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। তিনি বলেছেন, ‘আমরা রুশ নেতাদের কাছ থেকে যেসব বক্তব্য শুনে থাকি এবং স¤প্রতি দেশটির মন্ত্রী সের্গেই ল্যাভরভ পারমাণবিক সঙ্ঘর্ষের যে ভীতি ছড়িয়ে দিয়েছেন, এগুলো দায়িত্বজ্ঞানহীন।’ পারমাণবিক সঙ্ঘাত নিয়ে রাশিয়ার বাগাড়ম্বরের কথা উল্লেখ করে জন কিরবি বলেন, একটি আধুনিক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের কাছ থেকে এমনটা আশা করা যায় না। আল-জাজিরা।


অভিযোগ গঠন
মিয়ানমারের শীর্ষ ব্যবসায়ী ও অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, ছিট খাইন নামের ওই ব্যক্তি এনএলডির একজন সক্রিয় সদস্য ও মিয়ানমারের শীর্ষ কোম্পানি এডেন গ্রæপের প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে সুচির দল ক্ষমতায় এলে এনএলডির সঙ্গে তার সম্পর্ক আরও বাড়ে। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের বর্তমান সামরিক সরকার দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালিয়েছে। যেখানে দেখা গেছে, খাইন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে কয়লা খনির ব্যবসায় কম শুল্ক পরিশোধ করেছেন। এতে রাষ্ট্রীয় তহবিল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। নিক্কেই এশিয়া।


নিয়ম প্রত্যাহার
বিদেশি পর্যটকদের অবাধে থাইল্যান্ডে ভ্রমণের জন্য আগামী ১ মে থেকে সবরকম কোয়ারেন্টাইনের নিয়ম প্রত্যাহার করেছে থাইল্যান্ড সরকার। তবে, যারা এখনও করোনার টিকা নেয়নি, তাদের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক রাখা হয়েছে। থাইল্যান্ড সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ মে থেকে থাইল্যান্ড ভ্রমণের জন্য শুধু বৈধ ভিসা, করোনা টিকার পূর্ণ ডোজ গ্রহণের সার্টিফিকেট, হেল্থ ইন্সুরেন্স (১০ হাজার মার্কিন ডলার) ও থাইল্যান্ড পাসের প্রয়োজন হবে। সারাবিশ্বের ভ্রমণ পিপাসুদের পছন্দের দেশের তালিকায় থাইল্যান্ডের অবস্থান উপরের দিকে। সুন্দর, পরিস্কার-পরিচ্ছন্ন ও সাজানো-গোছানো একটি দেশ। পর্যটকদের আকৃষ্ট করার মত সবকিছুই আছে এখানে। রয়টার্স।


যুদ্ধ শয়তান
রাশিয়া সফরের পর ইউক্রেনে গেছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু স্থান পরিদর্শন করেছেন তিনি। এ সময় গুতেরেস বলেন, ‘আমি যখন বিধ্বস্ত ভবন দেখছি, সেই বিধ্বস্ত বাড়িতে আমি আমার পরিবারকে কল্পনা করলাম, সব অন্ধকার। আমি দেখছি, আমার নাতি-নাতনিরা আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘২১ শতকে এসেও এমন যুদ্ধ অযৌক্তিক। যুদ্ধ খারাপ (শয়তান), যখন আপনি এ অবস্থা দেখবেন; আমাদের হৃদয় তাদের সঙ্গে আছে। তাদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা।’ বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ