Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘের বিশ্ব ভ্রমণ সংস্থা থেকে রাশিয়াকে বহিষ্কার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ৬:২৯ পিএম

গতকাল (বুধবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের বিশ্ব ভ্রমণ সংস্থা থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই সংস্থায় ইউরোপীয় দেশগুলোর আধিপত্য রয়েছে, তার মাধ্যমে রাশিয়া-বিরোধী তত্পরতা চালানো হয়। বিভিন্ন সদস্যদেশের রাজনৈতিক সিদ্ধান্ত ওপর চাপিয়ে দেওয়ার মাধ্যমে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছে।

রাশিয়া মনে করে, এ আচরণ অবৈধ, যা বিভিন্ন স্বাধীন সদস্যদেশের জন্য শাস্তি। বিবৃতিতে বলা হয়, বিশ্ব ভ্রমণ সংস্থার নেতারা প্রকাশ্যে রাশিয়াকে বহিষ্কার করার আচরণে সমর্থন দিয়েছে; এই অবস্থায় সংস্থা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

তবে সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী সদস্যদেশের বহিষ্কার আবেদনের পর আরো এক বছর সময় নিয়ে কাজ সম্পন্ন করা হবে। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ