Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে পুঁজি বিনিয়োগের পরিমাণে নতুন রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ৬:২৪ পিএম

বুধবার চীনের রাষ্ট্রীয় বিদেশি মুদ্রা প্রশাসন ব্যুরোর পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম কোয়ার্টারে চীনের আন্তর্জাতিক অর্থপ্রবাহে ভারসাম্য ছিল।

এর মধ্যে চীনে নেট পুঁজি বিনিয়োগের পরিমাণ ১০৭ বিলিয়ন মার্কিন ডলার, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এ থেকে বোঝা যায়, চীনের অর্থনীতির ভিত্তি স্থির এবং নমনীয়তাও বেশ ভালো। বিদেশি পুঁজি গ্রহণে চীনের বাজার আস্থাবান।

বিদেশে চীনের নেট পুঁজির পরিমাণ ৪২ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের শেষ কোয়ার্টারের তিন শতাংশেরও বেশি।

বিশেষজ্ঞরা মনে করেন, চীনের সুবিধাজনক নীতি চালু হওয়ার সঙ্গে সঙ্গে চীনের অর্থনৈতিক প্রবাহ স্বাভাবিক হবে এবং তা চীনের আন্তর্জাতিক অর্থপ্রবাহের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ