Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার কানের বিচারকের আসনে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নিজের উপস্থিতিতে বারবার তিনি মুগ্ধ করেছেন অনুরাগীদের। কখনো শাড়িতে কখনো সিøট লং গাউনে নজর কেড়েছেন। আর এবার তার মুকুটে যোগ হল নয়া পালক। কানের বিচারকদের মধ্যে স্থান পেয়েছেন। তিনি হলেন বলি ডিভা দীপিকা পাড়ুকোন।

আসন্ন ৭৫তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট নয়জন জুরি বা বিচারক বেছে নেবেন সেরা ছবি। এই নয়জনের মধ্যে বিনোদনের আন্তর্জাতিক মঞ্চে এমন সম্মানীয় তালিকায় স্থান করে নিলেন বলিউডের ‘পদ্মাবতী’ দীপিকা। তারা উৎসবে ২১টি সিনেমা কাঁটাছেড়ার পর সেরা ছবিকে পামে ডি’অর পুরস্কারে সম্মানিত করা হবে।
দীপিকা ছাড়াও অপর সদস্যরা হলেন রেবেকা হল, নুমি রেপেস, ইটালির বিখ্যাত পরিচালক জ্যাসমিন ট্রিঙ্কা, ইরানি পরিচালক আসঘর ফারাদি, ফ্রান্সের এল লাই, মার্কিনি জেফ নিকোলস এবং নরওয়ের জোয়াকিম ট্রায়ার। এবার এই বিচারকদের প্যানেলের নেতৃত্বে থাকবেন ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডন। আসছে ১৭ মে শুরু কান চলচ্চিত্র উৎসব এবং চলবে ২৮ মে পর্যন্ত।

শোনা যাচ্ছে, এবার কানের রেড কার্পেটে বড়সড় চমক দিতে চলেছেন দীপিকা। ফরাসি ফ্যাশন কোম্পানির সঙ্গে নাকি কথাবার্তা হয়েছে তার। সকলের মধ্যে নজর কেড়ে নিতে একেবারে অন্যরকম ভাবে সেজে উঠবেন তিনি।
হিন্দি ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হলেও অত্যন্ত কম সময়ে দুনিয়াজোড়া খ্যাতি পান দীপিকা। ইতোমধ্যেই অভিনয় করেছেন হলিউড ছবিতে। আর নিজের অভিনয় দিয়ে মন জয় করেই এবার অনন্য সম্মান পেলেন তিনি। ইনস্টাগ্রামে বাকি বিচারকদের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন দীপিকা। তবে এই সম্মানের সঙ্গে দায়িত্বও যে বেড়ে গেল দীপিকার, তা খুব ভালভাবেই জানেন অভিনেত্রী। সূত্র : হিন্দুস্থান টাইমস, খালিজ টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ