Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনজেমার জন্য ব্যালন ডি’অর চান ‘ভাই’ ভিনিসিউস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ১১:১৪ এএম

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে রিয়ালকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ফরাসি এই ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র করেন দুই গোল। এই ম্যাচে করিম বেনজেমার রিয়ালকে ৪-৩ গোলে হারায় সিটি।

সিটির এই ফুটবলার করিম বেনজেমার পারফরম্যান্সে দারুণ খুশি। রিয়াল মাদ্রিদ সতীর্থের প্রশংসায় যেন ভাষা খুঁজে পাচ্ছেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ভিনিসিউসের আশা, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার পাশাপাশি এবার ব্যালন ডি’অরও জিতবেন বেনজেমা। এই মৌসুমে বেনজেমা আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। রিয়ালের গোলমেশিন হয়ে উঠেছেন যেন তিনি। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও ফরাসি এই ফরোয়ার্ড করেন দুই গোল।

সিটির মাঠে এ দিন চার গোল হজম করলেও বেনজেমার দুটি ও ভিনিসিউসের অসাধারণ এক গোলে ফাইনালের আশা রিয়াল জিইয়ে রেখেছে ভালোমতোই। সেমি-ফাইনালে ওঠার পথে পিএসজি ও চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করেন বেনজেমা।

১৪ গোল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে সবচেয়ে বেশি গোল এখন তারই। অসাধারণ এই মৌসুমে তার ৪১ ম্যাচে হয়ে গেল ৪১ গোল।

ভিনিসিউস নিজেও এই মৌসুমে দারুণ খেলছেন। আগের জড়তা ও অস্বস্তির অনেকটুকু ঝেরে ফেলে এখন তিনি অনেক পরিণত ও শানিত। বেনজেমার সঙ্গে তার রসায়নও দুর্দান্ত।

মৌসুমজুড়ে বেনজেমার দারুণ পারফরম্যান্স কাছ থেকেই দেখছেন ভিনিসিউস। ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচ শেষে মুভিস্টার প্লাসকে ব্রাজিলিয়াণ ফরোয়ার্ড বললেন, বেনজেমাকে এবার ত্রিমুকুট জিততে দেখতে চান তিনি।

“করিম বেনজেমাকে নিয়ে কী বলব! ভাষায় প্রকাশ করতে পারব না আমি। সে আমার ভাই, আমার মেন্টর ও অনুপ্রেরণা। আমাকে অনেক সাহায্য করেন তিনি। আশা করি, তিনটিতে সেরা হয়ে মৌসুম শেষ হবে তার- লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি’অর।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ