Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক-মানবতাবাদী নেতা: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ১০:৩৮ এএম

শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক ও মানবতাবাদী নেতা। কিন্তু দেশে এখনও সাম্প্রদায়িকতার বিষবাষ্প রয়েছে, যা থেকে জাতিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বুধবার (২৭ এপ্রিল) সকালে শেরে বাংলার ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক দেশ গঠনের লড়াই এখনো চলছে।

এ সময় ওবায়দুল কাদের বলেন, শেরে বাংলা রাজনীতি করতেন মানুষের জন্য। মহাজনদের শোষণ থেকে কৃষকদের রক্ষা করেছেন তিনি। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব তার জীবনের অন্যতম কাজ। এ সময় আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষ থেকে প্রয়াত নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ