Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিয়ারিয়ালকে হালকা করে দেখার সুযোগ নেই-লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ১০:১৬ এএম

চ্যাম্পিয়ন্স লিগে এবার সবচেয়ে বড় চমক ভিয়ারিয়াল। লিগে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চমক দেখিয়েছে দলটি। স্প্যানিশ ক্লাবটি সেটির সামনে এখন নিজেদের ইতিহাসে টুর্নামেন্টের প্রথম ফাইনাল খেলার হাতছানি। 

ওই পথে অবশ্য বেশ বড় বাধাই পার করতে হবে ভিয়ারিয়ালকে। কারণ তাদের প্রতিপক্ষ্য আসরের অন্যতম ফেভারিট লিভারপুল। অ্যানফিল্ডে বুধবার রাতে প্রথম লেগের ম্যাচে মাঠে নামবে তারা। লিভারপুল-ভিয়ারিয়ালের ম্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এর আগে সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ ইয়্যুর্গেন ক্লপ বলছেন, ভিয়ারিয়ালকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না তারা।

তিনি বলেছেন, ‘আমরা খুব শক্ত একটা প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। শতভাগ সৎভাবে বললে, তারা এই প্রতিযোগিতার জন্য তৈরি। যেভাবে তারা সবকিছু ঠিক করেছে, এটা সত্যিই ভালো। গত দুই ম্যাচে হয়তো তারা কিছুটা সুবিধা পেয়েছে, হয়তো জুভেন্তাস ও বায়ার্ন তাদের হালকাভাবে নিয়ে নিয়েছে। কিন্তু এটা আমরা কখনোই করবো না।’

একুশে সংবাদ/এসএস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ