Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকেএসপিতে সাকিব ঝড়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

কী দুর্দান্ত ফর্মটাই না দেখালেন নুরুল হাসান। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রথম শিরোপা জয়ে অন্যতম ভ‚মিকা তার। গত চার ম্যাচে তিনি খেলেছেন ৭৩, ১৩২*, ৭১ আর ৮১ রানের ঝলমলে চারটি ইনিংস। নুরুলের এমন আত্মবিশ্বাসী ব্যাটিং আশা জাগাচ্ছে। ক্লাবকে এমন পারফরম্যান্সে শিরোপা জিতিয়ে নুরুল নিজেও বলেছেন, ‘এখন আমার লক্ষ্য দেশের হয়ে ভালো খেলা।’
আগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ২৪৭ রান তাড়ায় ৮১ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু নুরুল ১১৮ বলে ১৩২ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। গতকাল আবাহনীর বিপক্ষেও একই অবস্থা। ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৮ রান তুলতেই নেই ৫ উইকেট। কিন্তু নুরুল ঠিকই অবিচল। প্রথমে পারভেজ রসুল ও পরে জিয়াউর রহমানের সঙ্গে দুটি জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নুরুল। খেলেছেন ৮১ বলে অপরাজিত ৮১ রানের ইনিংস।
জয়ের পর শেখ জামাল ক্লাবের পরিবেশের প্রশংসা করলেন নুরুল, ‘এই ক্লাবে আমি গত ৪/৫ বছর ধরে খেলছি। ক্লাবের প্রতি একটা ভালোবাসা জন্মেছে। অন্যরকম একটা অনুভ‚তি কাজ করে। এই ক্লাবের পরিবেশটা চমৎকার। সবাই মিলে এমন একটা পরিবেশ গড়ে তোলা হয়েছে, যেটি শিরোপা জিততে ভ‚মিকা রেখেছে।’ কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতানোর পরেও নির্লিপ্ত নুরুল, ‘আমার কাছে একবারের জন্যও মনে হয়নি আমরা ম্যাচটা হারব। আল্লাহর রহমতে ম্যাচটা শেষ করতে পেরেছি। পারভেজ রসুল আর জিয়া ভাইয়ের সঙ্গে জুটির সময় নিজেরা কথা বলেছি, জিয়া ভাইকে বলেছি, শেষ পর্যন্ত লড়ে যাব।’
এদিকে, সামনেই শ্রীলঙ্কা সফর। তার আগে দারুন ফর্মের ইঙ্গিত দিলেন সাকিব আল হাসানও। সম্ভাবনা ছিল লিস্ট-এ ক্রিকেটে দেশের হয়ে দ্রæততম ফিফটির রেকর্ডটা গড়ে ফেলার। শেষ পর্যন্ত অল্পের জন্য পারেননি। তবে কাজের কাজটা ঠিকই করেছেন দেশসেরা এই অলরাউন্ডার। ঝড়ো ব্যাটিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে এনে দেন বড় পুঁজি। এরপর বোলারদের সৌজন্যে বড় জয়ই মিলেছে দলটির। সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সের ম্যাচে গাজী গ্রæপ ক্রিকেটার্সকে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান করে তারা। জবাবে ২৯.২ ওভারেই মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় গাজী গ্রæপ।
তৃতীয় উইকেটে নেমে শুরু থেকেই ঝড় তুলে মাত্র ২১ বলেই সাকিব প‚রণ করেন নিজের ফিফটি। শেষ পর্যন্ত খেলেন ২৬ বলে ৫৯ রানের ইনিংস। লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের দ্রæততম ফিফটির মালিক ফরহাদ রেজা। প্রাইম দোলেশ্বরের হয়ে ২০১৯ সালে মিরপুরে শেখ জামালের বিপক্ষে ১৮ বলে ফিফটি স্পর্শ করেছিলেন তিনি। তবে দলের পক্ষে এদিন সর্বোচ্চ ৯০ রানের ইনিংস খেলেছেন সাব্বির। ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করা এ ব্যাটার এ রান করেছেন ৮৩ বলে। ৬টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ