Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাপার ভুলে হলেন কোটিপতি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

এত দিন ভাবতেন তার ভাগ্য ভাল নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া প্রদেশের ওয়েস্ট বার্লিংটনের মাঝবয়সি জোস বাস্টারের এতদিনের ধারণাটা বদলে গেল এক মোক্ষম ধাক্কায়। বদলাবি তো বদলা, একেবারে কোটিপতি! লটারির জ্যাকপট জয় করে জোস বলছেন, ‘আমার অনেক সমস্যার সমাধান হয়ে গেল।’
প্রথমটায় বিশ্বাস হয়নি পেশায় রাঁধুনি জোসের। গুগল করে দেখলেন না ভুল নয়। তিনি জিতেছেন। তবে ভুল ছিল অন্য জায়গায়। যে কারণে তার এই ভাগ্যলাভ। কী সেই ভুল?

জোস বিষয়টাকে ভাবছেন অন্যভাবে। তিনি যে ভাবে টিকিট চেয়েছিলেন সে ভাবে পাননি। একটি দোকানে গিয়ে তিনি চেয়েছিলেন পাঁচটি টিকিট। নম্বর তিনি নিজে পছন্দ করেননি। কম্পিউটারের পছন্দ অনুযায়ী নম্বর-সহ তাকে পাঁচটি টিকিটের পরিবর্তে একটি টিকিট দেন দোকানের কর্মচারী। ভুল সেখানেই। জোসের বক্তব্য, যদি এক সঙ্গে পাঁচটা টিকিট দেওয়া হত তাকে, তবে কম্পিউটারের পছন্দের নম্বর হত আলাদা। ফলে তার আর লটারি জেতা হত না।

দু’কোটি ডলার মূল্যের জ্যাকপটের পুরো না মিললেও পাঁচটি নম্বর মিলে গেছে জোসের। ট্যাক্স বাদ দিয়ে তিনি পাবেন সাত লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ছয় কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা। জোস হিসেব করে দেখেছেন, ওই অর্থ দিয়ে গাড়ি কেনা, তার মাকে ঋণমুক্ত করা, সেই সঙ্গে নিজের অবসর জীবনের পরিকল্পনাও করতে পারবেন তিনি। সূত্র : ইউএসএ টুডে, এনডিটিভ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ