Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই পরিবারের চার জনকে হত্যা লন্ডনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব লন্ডনে একটি বাড়িতে ঢুকে একই পরিবারের চার জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদেরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। লন্ডনের সাউথ বারমন্ডসি স্টেশনের কাছে একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মীরা জানান, ঘরের ভেতরেই চারজন প্রাণ হারান। পুলিশ জানিয়েছে, নিহত তিন নারীর বয়স যথাক্রমে ৬০, ৪০ ও ৩০-এর কোঠায়। লন্ডন মেট্রোপলিটন পুলিশের চীফ সুপার কলিন উইনগ্রেভ জানান, ডেলাফোর্ড রোডের ওই বাড়িতে ঘটনার খবর পুলিশ জানতে পারে প্রতিবেশীদের কাছ থেকে। খবর পেয়ে পুলিশ দরেজা ভেঙে ঘটনাস্থলে প্রবেশ করে। পুলিশ চারজনকেই ছুরিকাঘাতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানান, এ ঘটনায় গোয়েন্দা দলসহ পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত চারজনের পূর্ব পরিচিত হতে পারে ঘাতক। হত্যাকারী সন্দেহে গ্রেফতার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় এমপি হ্যারিয়েট হারম্যান এই হত্যাকাÐকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন। ঘটনাস্থলে তিনি সাংবাদিকদের বলেছেন, পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গুরুত্বপূর্ণ হলো অপরাধীদের দ্রæত বিচার করা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ