মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি বছরের প্রথম প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে ধীর গতি দেখা গেছে। এসময় আগের প্রান্তিকের চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় অর্ধেকে নেমে এসেছে। করোনাভাইরাসের জেরে অব্যাহত বিধিনিষেধ-মূল্যস্ফীতির ফলে ভোক্তা ও কোম্পানিগুলো ব্যয় কমিয়েছে। বলা হচ্ছে এমন পরিস্থিতিতেই দেশটির অর্থনীতি সংকোচিত হয়েছে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, চলতি বছরে অর্থাৎ ২০২২ সালের প্রথম প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার জিডিপি বেড়েছে শ‚ন্য দশমিক সাত শতাংশ। এর আগের প্রান্তিকে এই হার ছিল এক দশমিক দুই শতাংশ। ব্যাংক অব কোরিয়া এ তথ্য প্রকাশ করেছে। দেশটিতে ব্যক্তিগত খরচ কমেছে শ‚ন্য দশমিক পাঁচ শতাংশ, যা গত পাঁচ প্রান্তিকের মধ্যে সর্বনিম্ন। কারণ সরকার করোনাভাইরাসের নতুন ধরন মোকাবিলায় বার, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখে। এদিকে মূলধন বিনিয়োগ কমেছে চার শতাংশ, যা তিন বছরের মধ্যে দ্রæততম পতন। একই সঙ্গে নির্মাণ বিনিয়োগ কমেছে দুই দশমিক চার শতাংশ। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।