Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওমানের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ৮:৫১ পিএম

এশিয়ান গেমস হকির বাছাই পর্বে দুই গ্রুপে পড়লেও এশিয়া কাপে টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ এবং ওমান। মঙ্গলবার এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এশিয়া কাপের ফিকশ্চার প্রকাশ করেছে। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে ওমান ছাড়াও বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, জাপান, পাকিস্তান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। আগামী ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হবে আট দলের হিরো এশিয়া কাপ টুর্নামেন্ট। ২৩ মে কোরিয়া, পরদিন ওমান এবং ২৫ মে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ জুন। ইতোমধ্যে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এশিয়ান গেমস বাছাই পর্বের জন্য দুইজনকে স্ট্যান্ডবাই রেখে ২০ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। জিমি, সারোয়ারদের অনুশীলন চলছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। থাইল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ দল রওয়ানা হবে ৪ মে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ