Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেটিং দাবায় মিনহাজ শীর্ষে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ৮:৪৮ পিএম | আপডেট : ৮:৫০ পিএম, ২৬ এপ্রিল, ২০২২

মার্সেল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন আট খেলায় ৭ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। মঙ্গলবার দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত খেলায় সাড়ে ৬ পয়েন্ট নিয়ে নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ দ্বিতীয় এবং ৬ পয়েন্ট পেয়ে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় তৃতীয় স্থানে রয়েছেন। সাড়ে ৫ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে চতুর্থ স্থানে আছেন ৭ জন খেলোয়াড়। এরা হলেন- রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের অনত চৌধুরী, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, শেখ রাসেল চেস ক্লাবের শফিক আহমেদ ও শওকত হোসেন পল্লব, ম্যাহনা’স ক্যাসেলের জাবেদ আল আজাদ, খেলাঘর দাবা সংঘ গোপালগঞ্জের আব্দুল মোমিন ও অগ্রণী ব্যাংক দাবা দলের মুকিতুল ইসলাম রিপন। বুধবার একই ভেন্যুতে নবম বা শেষ রাউন্ডের খেলা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ