যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
পবিত্র মাহে রমজানের শিক্ষায় সবাইকে উদ্বুদ্ধ হয়ে প্রবাসে দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে মিলেমিশে কাজ করার আহবান জানান পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস লিসবন মিশনের মান্যবর রাষ্ট্রদূত তারিক আহসান।
পর্তুগালে বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশ কমিউনিটির সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানানো হয়।
লিসবনের বাংলাদেশ কমিউনিটি অধ্যুষিত এলাকায় সোমবার স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত ইফতার আয়োজনে সংগঠনের সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে এবং সহ সভাপতি এফ আই রনি ও সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজি ও আলমগীর হোসেন।
সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ শাহাজাহানের পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি রনি মোহাম্মদ। এসময় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা রাখেন বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব অধ্যাপক আবু সাইদ।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক সেন্টারের সভাপতি রানা তাসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামিলীগের সভাপতি জহিরুল আলম জসিম, মাতৃ মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন লিসবনের বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংকেতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষজন।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন লিসবনের স্থানীয় কাউন্সিল আরোইশের প্রতিনিধি, লুইস ও মারিয়া, আই এস সি টি ই বিশ্বিবদ্যালয়ের পিএইচডি গবেষক সিসিলিয়া ও নরমেন্দো, স্থানীয় সংগঠন কুজিনা পপুলার এর প্রতিনিধি তেরেসা এবং স্থানীয় লোকাল ডেভেলপমেন্ট সংস্থা বি টি ইউ আই এন এর প্রতিনিধি রুই।
সংগঠনের সভাপতি সমাপনী বক্তব্যে উল্লেখ করেন কমিউনিটির উন্নয়নে সবাইকে গঠনমূলক কাজে এগিয়ে আসার আহবান জানান। এসময় তিনি সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
মাতৃ মনিজ জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিনের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয় এবং ইফতার শুরু হয়।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।