Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃতীয় বিশ্বযুদ্ধে আগ্রহী নয়, ইউক্রেনে শান্তির পক্ষে চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ৭:২৪ পিএম

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চীনা কর্তৃপক্ষ তৃতীয় বিশ্বযুদ্ধ চাইছে না এবং ইউক্রেনের সংঘাত কূটনীতির মাধ্যমে সমাধানের পক্ষে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাম্প্রতিক কথাগুলো মূল্যায়ন করেছে। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে ওয়াং ওয়েনবিন বলেন, ‘কেউ তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে চায় না, (রাশিয়া ও ইউক্রেনের মধ্যে) শান্তি আলোচনার প্রচারের প্রক্রিয়াকে সমর্থন করা প্রয়োজন।

ওয়াং ওয়েনবিনের মতে, ইউক্রেনের সশস্ত্র সংঘাতকে দীর্ঘায়িত হতে দেয়া উচিত নয়। তিনি নেতিবাচক পরিণতি প্রতিরোধ করার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করেছিলেন যার ফলে ইউক্রেনীয় সংঘাত শুধুমাত্র ইউরোপ নয়, সমগ্র বিশ্বকে প্রভাবিত করতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উপসংহারে বলেছেন, ‘আমরা আশা করি সংশ্লিষ্ট সকল পক্ষ সমতা প্রদর্শন করবে এবং উত্তেজনা রোধ করবে।’ সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ