Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমালোচনার মধ্যেই মস্কো সফরে জাতিসংঘ প্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ৭:০১ পিএম

সংকট পরিচালনায় জাতিসংঘের সীমিত ভূমিকার জন্য সমালোচনার মধ্যেই মঙ্গলবার থেকে রাশিয়া ও ইউক্রেন সফর শুরু করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইউক্রেনে রাশিয়ার অভিযানের ৬২ দিন পরে তিনি এ সফরে গেলেন।

তিন দিনের এ কঠিন সফরে মঙ্গলবার রাশিয়া পৌঁছেছেন গুতেরেস। এরপর আগামী বৃহস্পতিবার তার ইউক্রেনে যাওয়ার কথা রয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন, আরও বিতর্কিত রাজনৈতিক প্রশ্ন থেকে দূরে থাকার জন্য গুতেরেস মানবিক ক্ষেত্রে জাতিসংঘের উদ্যোগকে পুনরুজ্জীবিত করার জন্য এই সফরটি ব্যবহার করতে চাইতে পারেন। ‘গুতেরেস জাতিসংঘের জন্য একটি নতুন গতি প্রদানের চেষ্টা করবেন যাতে বেসামরিক নাগরিকদের, বিশেষ করে মারিউপোল থেকে সরিয়ে নেয়ার ক্ষেত্রে মানবিক প্রবেশাধিকারের ভূমিকা পালন করা যায় এবং একটি বিস্তৃত প্রেক্ষাপটে জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলিকে সংঘাতপূর্ণ অঞ্চলে আরও ভালভাবে প্রবেশের অনুমতি দেয়ার জন্য।’ জিন-মার্ক রিকলি, জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির গ্লোবাল অ্যান্ড এমার্জিং রিস্কের প্রধান বলেছেন।

গুতেরেস মস্কোতে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। কিন্তু মহাসচিবের ক্রেমলিনে তার সফরের প্রথম ধাপ শুরু করার সিদ্ধান্ত ইউক্রেনকে বিপর্যস্ত করেছে। ‘শুরু থেকেই এই ট্রিপটি ভুল ভাবে শুরু হয়েছে,’ রিকলি বললেন। ‘এমন একটি মেরুকরণ পরিবেশে যেখানে সামাজিক মিডিয়ার দ্বারা বিভ্রান্তি এত সহজতর করা হয়, গুতেরেস যা কিছু করবেন বা বলবেন তা সংঘর্ষের এক পক্ষ বা অন্য দিক থেকে অস্ত্র হতে পারে।’

গত মাসে, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ইউক্রেনীয় কর্মকর্তাদের দ্বারা আক্রমণের মুখে পড়েছিল যারা মানবিক সঙ্কট মোকাবেলায় অপ্রস্তুত হওয়ার অভিযোগ করেছিল। একইভাবে, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) তার কথিত নিষ্ক্রিয়তা এবং রাশিয়া সফরের জন্য সমালোচিত হয়েছিল। আইসিআরসি-এর প্রেসিডেন্ট পিটার মাউরার সংঘাতপূর্ণ এলাকায় প্রবেশের জন্য আলোচনার জন্য মস্কোতে ছিলেন।

এছাড়া জাতিসংঘকেও তুরস্কের নেতৃত্বে শান্তি আলোচনায় কূটনৈতিকভাবে সরে দেয়া হয়েছে। বিশ্লেষকরা বলেছেন যে, গুতেরেস জাতিসংঘের অবকাঠামো এবং পরিষেবার বিষয়ে ভবিষ্যতে শান্তি আলোচনায় জাতিসংঘ যে ভূমিকা দিতে পারে তা নিয়ে আলোচনা করতে চাইতে পারেন, বিশেষ করে ভবিষ্যতের চুক্তির ক্ষেত্রে যেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন থাকতে পারে। রাশিয়ান আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের মহাপরিচালক আন্দ্রে কর্তুনভ বলেছেন, ‘আমাদের এই বৈঠক থেকে কোনও বড় অগ্রগতির আশা করা উচিত নয়, কারণ পরিস্থিতি সমঝোতার জন্য উপযুক্ত নয়।’ সূত্র: আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ