নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলার পর আর টেস্ট একাদশে সুযোগ পাচ্ছেনা পেসার আবু জায়েদ রাহির। ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্ট ও নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডে থাকলেও একাদুশে সুযোগ মিলেনি। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াডেই জায়গা মেলেনি এই পেসারের। টেস্ট থেকে বাদ পড়ে হতাশ আবু জায়েদ রাহি।
সর্বশেষ কয়েক বছরে বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন আবু জায়েদ রাহি। বল হাতে দুই দিকে সুইং করানোর সক্ষমতার কারণে জাতীয় দলে নিজের জায়গা ধরে রেখেছিলেন এই পেসার। কিন্তু এরপরেও এভাবে বাদ পড়ায় হতাশ এই পেসার।
জাতীয় দলের সর্বশেষ চট্টগ্রাম টেস্টে ভালো করতে না পারলেও আগের দুই টেস্ট শিকার করেছিলেন ১০ উইকেট। এরপরেও দল থেকে বাদ পড়ার পর রাহি জানান, পারফর্মেন্সের জন্য নয়, অন্য কিছুর জন্য জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি।
রাহি বলেন, “আমি আমার এই সামর্থ্য দিয়ে মিরপুরে শেষ দুই টেস্টে ১০ উইকেট নিয়েছিলাম। আমি মনে করি না, আমার পেস বোলিং এখানে কোনো ইস্যু। এখানে অন্য কিছু থাকতে পারে।”
জাতীয় দলের হয়ে সাদা পোশাকে ১৩ টেস্ট খেলেছেন আবু জায়েদ রাহি। এই সময়ে তিনি শিকার করেছেন ৩০ উইকেট। তিনি বলেন,‘আমি ১৩ ম্যাচে ৩৪ (৩০) উইকেট নিয়েছি। আমি বুঝতেছি না কেন হঠাৎ আমাকে জাতীয় দলকে বাদ দেওয়া হলো। এখন শুধু গতি নয়,বোলিংয়ে সুইংয়েও দরকার হয়। কেপটাউনে ক্যাম্প করার সময় আমাদের একজন পেস বোলিং কোচ বলেছিলেন, বলের গতি বাড়ানোর দরকার নাই। যদি বলে সুইং করাতে পারি, তাহলে ১৩০-এ বল করলেই হবে। এটা ১৪০ গতির মতোই কার্যকর হবে।”
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আবু জায়েদ রাহি। এবার সেই ক্যারিবিয়ান সফরে লক্ষ্য রেখেই নিজেকে প্রস্তুত করতে চান।
বলেন, “ওয়েস্ট ইন্ডিজে ডিউক বলে খেলা হবে, সুইং থাকবে। আশা করি সেখানে সুযোগ পাব। আর যদি ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়া হয়, তাহলে ভিন্ন কিছু চিন্তা করতে হবে। তখন আরও চেষ্টা করতে হবে। আরও পরিশ্রম করতে হবে।”
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা পাননি আবু জায়েদ রাহি। তার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন তরুন পেসার রেজাউর রহমান রাজা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।