গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে গত দুদিনে দাবদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আজও একই পরিস্থিতি বিরাজ করবে। তবে দেশের কোথাও কোথাও ঝোড়ো বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বাদে দেশের অন্যান্য জেলার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ দুই বিভাগে বাদে কোথাও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই।
মঙ্গলবার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া গতকাল সারা দেশে যে তাপমাত্রা ছিল, আজও একই পরিস্থিতি থাকবে।
এক প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, গতকাল রাজধানীতে যেমন রোদ ও গরমের প্রভাব ছিল, আজও তেমনই অনুভূত হবে। আগামী দুই থেকে তিন দিন আবহাওয়া পরিস্থিতি এ রকমই থাকবে।
তিনি বলেন, রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ এবং বরিশাল, পটুয়াখালী, দিনাজপুর, নিলফামারী ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা বিভাগ, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে।
গতকাল চুয়াডাঙ্গা, রাজশাহী ও ঈশ্বরদীতে সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।