Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হলেন ট্রাম্প

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ১১:১৫ এএম

যুক্তরাষ্ট্রের একজন বিচারক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ব্যবসায়িক কার্যক্রমের ফাইল তদন্তের জন্য পেশ করতে ব্যর্থ হওয়ায় আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করেছেন।
বিচারপতি আর্থার এনগোরন বলেছেন, ট্রাম্প যতক্ষণ না আদালতের নির্দেশনা মানবেন ততদিন দিনে দশ হাজার ডলার করে জরিমানা দেবেন।
ট্রাম্প কিছু নথি উপস্থাপনের জন্য মার্চের সময়সীমা মানতে ব্যর্থ হওয়ায় নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করার আর্জি করেছিলেন।
ট্রাম্পের আইনজীবী আলিনা হাব্বা বলেছেন, যে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
অ্যাটর্নি আলিনা হাব্বা আদালতে বলেন, ‘মাননীয় আদালত আপনি এবং অ্যাটর্নি জেনারেল আমরা যা যা করিনি বলে বলেছেন, আসলে তা আমরা করেছি। ৃ খুব আন্তরিকভাবে অনুসন্ধানের পরে জমা দেওয়ার মতো আর কোনো প্রাসঙ্গিক নথি আমরা পাইনি। ’ সূত্র: বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ