বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণœ রাখার প্রত্যয় ব্যক্ত
চট্টগ্রাম ব্যুরো : দেশের সুুুুুফিবাদী জনতাকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণœ রাখার প্রত্যয় ব্যক্ত করে আহলে সুন্নাত ওয়াল জমা’আত নেতৃবৃন্দ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত রুখে দিতে তারা রাজপথে থাকবেন। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির-বাড়িঘর পরিদর্শন প্রতিক্রিয়া প্রকাশ ও গাইবান্ধা-সিলেটসহ দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসের উস্কানি ও জঙ্গিবাদের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহলে সুন্নাত সমন্বয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার। এতে আগামী ১৯ জানুয়ারি ২০১৭ চট্টগ্রামের লালদীঘি ময়দানে ও ১১ মার্চ ২০১৭ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সুন্নী মহাসমাবেশের ঘোষণা করা হয়। এ ছাড়া নভেম্বর-ডিসেম্বর ২০১৬ পীর-মাশায়েখদের সাথে মতবিনিময় এবং পর্যায়ক্রমে অন্যান্য বিভাগ ও জেলায় সমাবেশের তারিখও ঘোষণা করা হবে জানিয়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী আহলে সুন্নাতের এ কর্মসূচি বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক এম এ মতিন, স উ ম আব্দুস সামাদ, কাজী মুহাম্মদ মুদাচ্ছির হাশেমী, এম জাহাঙ্গীর আলম চৌধুরী, উপাধ্যক্ষ জুলফিকার আলী চৌধুরী, গাজী মনজুরুল করিম রেফায়ী, মাওলানা রেজাউল করিম তালুকদার ও মাওলানা নুরুল ইসলাম জেহাদী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।