Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সময়মতো নির্বাচন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনের এখনো যথেষ্ট সময় রয়েছে। আশা করি সময়মতো আওয়ামী লীগের নেতৃত্বে দেশে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে। তিনি বলেন, প্রশাসনের কোনো লোক অন্যায় করলেও পার পাবেন না। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, অন্যায়কারী কাউকে ছাড় দেয়া হবে না। গতকাল সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী গত রবিবার যশোর হয়ে দুবলার চরে রাস মেলা উদ্বোধন করেন। সোমবার সকালে তিনি দুবলার চর থেকে রওয়ানা হয়ে দুপুর পৌনে ১টায় খুলনা সার্কিট হাউজে পৌঁছেন। সার্কিট হাউজে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রীকে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা ফুলেল শুভেচ্ছা জানান। প্রথমে সাংবাদিকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এরপর দলীয় নেতাদের সঙ্গে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন।
সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত না করতে পারি তাহলে উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে। তাই প্রধানমন্ত্রী বলেছেন, নিরাপত্তার জন্য যা যা করা দরকার তিনি করবেন।
জেলা ও মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময়ে আগামী নির্বাচনের কোনো মেসেজ থাকবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের এখনো যথেষ্ট সময় বাকি আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই কাজ হবে। আশা করি যথাযথ সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে।
কুষ্টিয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও বিভিন্ন সময় পুলিশ সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি খুলনা রেঞ্জের ডিআইজির সহায়তা নিয়ে বলেন, যে তিনজন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তারা গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে অপরাধ করেছিল। তারপরও আমি বলতে চাই, দেশে কোনো রকম অন্যায়, অপরাধ সহ্য করা হবে না।
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন-অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় নেত্রী মুন্নুজান সুফিয়ান, মোল্যা জালাল উদ্দিন, হাদীউজ্জামান হাদী, কামরুজ্জামান জামাল, মুন্সী মাহবুব আলম সোহাগ, অধ্যাপক নিমাই চন্দ্র রায়, হাফেজ মো. শামীম ও ছাত্রলীগ নেতা এস এম আসাদুজ্জামান রাসেল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সময়মতো নির্বাচন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ