Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাছাই হকির ‘বি’ গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ৯:২৩ পিএম

হ্যাংজু এশিয়ান গেমস হকির বাছাই পর্বে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশের গ্রুপের অন্য তিন দল হচ্ছে- শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে চারটি দল থাকলেও ‘এ’ গ্রুপে আছে পাঁচ দল। আগামী ৭ মে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ১০ মে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বেন জিমিরা৷ ১২ মে গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজরা। বাছাইয়ের দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ১৪ মে সেমিফাইনাল খেলবে৷ পরের দিন ফাইনাল৷ আগামী ৬ থেকে ১৫ মে পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির বাছাই পর্বের খেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ