Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিংবদন্তি ক্রিকেটার হতে যাচ্ছে বাবর-হরভজন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ৭:৫৯ পিএম

ক্যারিয়ারের সেরা ফর্মে অবস্থান করছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ে একমাত্র খেলোয়াড় হিসেবে সব সংস্করণে সেরা পাঁচে রয়েছেন পাকিস্তান অধিনায়ক। তার অসাধারণ ব্যাটিং শৈলীতে মুগ্ধ সাবেক ক্রিকেটাররা।

ক্যারিয়ার শেষে একজন কিংবদন্তি ক্রিকেটারের তালিকায় নিজেকে তুলতে পারবেন বলেই বিশ্বাস করেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। ভারতের এক সংবাদমাধ্যমে নিজের পছন্দের সেরা চারজন ক্রিকেটার বেছে নিতে বলা হয় হরভজনকে।

তিনি সেখানে অবশ্য বাবরকে রাখেননি। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি,ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট,অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে রেখেছেন তিনি।

তবে এ তালিকা দেওয়ার সময় হরভজন জানান। এ ক্রিকেটারের মধ্যে ভবিষ্যৎ একজন কিংবদন্তি দেখছেন তিনি,তাকে সেরা চারে রাখা একটু আগেই হয়ে যায়। তবে বাবরের সব গুণাগুণই রয়েছে। একজন ব্যাটার হিসেবে তার আত্মবিশ্বাস দারুণ, টেকনিকও অসাধারণ। ভবিষ্যতে সে একজন কিংবদন্তি ক্রিকেটার হতে যাচ্ছে।'

২৭ বছর বয়সী এ পাকিস্তান ক্রিকেটারের ক্যারিয়ারটা খুব বড় নয়। ৪০টি টেস্ট, ৮৬টি ওয়ানডে ও ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সাদা জার্সিতে ৬টি সেঞ্চুরির সাহায্যে ৪৫.৯৮ গড়ে করেছেন ২৮৫১ রান। ওয়ানডেতে ৫৯.১৮ গড়ে ৪২৬১ রান করেছেন। সেঞ্চুরি ১৬টি। ১২৯.৪৪ স্ট্রাইক রেটে টি-টোয়েন্টিতে করেছেন ২৬৮৬ রান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ