Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউএস-বাংলায় ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস ম্যারি’র কক্সবাজার ভ্রমণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ৭:১৬ পিএম

ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বাংলাদেশ সফরে এসে দেশের অন্যতম বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলার একটি ফ্লাইটে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে উদ্দেশ্যে গমন করেন।
ডেনিশ রাজকুমারীকে নিয়ে সোমবার (২৫ এপ্রিল) ইউএস-বাংলার ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে বিএস-১৫৫ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৩টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর বিকাল ৫টায় কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করে।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডেনিশ রাজকুমারীকে ঢাকা থেকে কক্সবাজারে বহন করার জন্য ইউএস-বাংলাকে সুযোগ দেয়ায় এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
ডেনিশ রাজকুমারীকে বহন করতে পেরে বেসরকারী বিমান পরিবহন সংস্থা হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স গর্ববোধ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ