গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নিউমার্কেট এলাকায় অনাকাঙ্ক্ষিত সংঘাত-সংঘর্ষের ঘটনা থেকেও সরকার রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টায় লিপ্ত বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা বলেন, প্রশাসন ও সরকারের দায়িত্বহীনতার কারণেই তুচ্ছ ঘটনা এতদূর গড়িয়েছে। আজ সোমবার (২৫ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারের উপযুক্ত পুনর্বাসন ও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।
পুলিশসহ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বহীনতার কারণে সংঘাত-সংঘর্ষ প্রলম্বিত হয়েছে, দুজনকে নির্মমভাবে প্রাণ হারাতে হয়েছে, অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষ আহত হয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা দরকার। কাদের নির্দেশে ও প্রভাবে পুলিশ ঘটনাস্থলে আসতে কয়েক ঘণ্টা দেরি করেছে এবং পরোক্ষভাবে সহিংস ঘটনাবলী ঘটতে দিয়েছে তারও বিশ্বাসযোগ্য তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা দরকার।
বৃতিতে স্বাক্ষর করেন বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।