Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাভা হেলথ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মধ্যকার চুক্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ৫:০৩ পিএম

দেশের অন্যতম সেরা স্বাস্থ্যসেবা ব্র্যান্ড প্রাভা হেলথ, সম্প্রতি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিশেষ এই চুক্তির অধীনে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মী ও তাদের পরিবারের সদস্যরা এবং ব্যাংকটির কার্ডহোল্ডারগণ প্রাভা হেলথ-এর বিভিন্ন সেবায় বিশেষ অফার উপভোগ করতে পারবেন। সোমবার (২৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাভা হেলথ-এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস সাফায়াত আলী চয়ন; করপোরেট মার্কেটিং বিভাগের সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার অনিরুদ্ধ সুর; করপোরেট মার্কেটিং এক্সিকিউটিভ নুসরাত আহমেদ এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক-এর এসএভিপি অ্যান্ড হেড অব কার্ড মুহাম্মদ সাখাওয়াত উল্লাহ; ফার্স্ট অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এম. এম. ইবলুল কবীর; এক্সিকিউটিভ অফিসার কামরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ