Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চেলসির কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ৩:২০ এএম

প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইটা চলছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যেই। দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান মাত্র ১। তবে প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি। সেরা চারের লড়াইয়ে তারা আছে ভালোভাবে।

৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আর্সেনাল। তাদের সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে নিজেদের মাঠে ওয়েস্ট হামকে ১-০ ব্যবধানে হারিয়েছে চেলসি।

ম্যাচের একে বারে শেষ মুহুর্তে ৯০ মিনিটে বাঁ প্রান্ত থেকে মার্কোস আলোনসোর ক্রসে বক্সের মধ্যে থেকে গোলটি করেছেন যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড। এই জয়ের রাতে চেলসি কোচ সরাসরিই বলে দিলেন, আসছে গ্রীষ্মে স্ট‍্যামফোর্ড ব্রিজ ছাড়তে চান রুডিগার।

রোমা থেকে ২০১৭ সালের জুলাইয়ে চেলসিতে পাড়ি দেন রুডিগার। প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে ২৯ বছর বয়সী এই জার্মান ডিফেন্ডারের চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের ৩০ জুন। নতুন ঠিকানা খুঁজে নিতে রুডিগার এরই মধ্যে অন্য ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেছেন। এক্ষেত্রে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নাম শোনা যাচ্ছে জোরেশোরে। তালিকায় আছে ম্যানচেস্টার ইউনাইটেডের নামও।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ