Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটি থেকে এক পয়েন্ট দূরে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ৩:০৫ এএম

অ্যানফিল্ডে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে লিভারপুল। অ্যান্ড্রু রবার্টসন স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান দিভোক ওরিগি। এ জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষ দুই দলের ব্যবধান আবারও দাঁড়াল ১ পয়েন্টে। ৩৩ ম্যাচে ২৪ জয় ও ৭ ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। তাদের সমান ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে চূড়ায় ম্যানচেস্টার সিটি।

ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল। হেরে গিয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে আসার সুযোগ হারাল এভারটন। ৩২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। প্রথমার্ধে ৮৬ শতাংশ সময় বল দখলে রেখে লিভারপুল গোলের জন্য মাত্র তিনটি শট নিতে পারে, যার একটিও ছিল না লক্ষ্যে। এই সময়ে এভারটনও তিন শটের কোনোটাই লক্ষ্যে রাখতে পারেনি।

বিবর্ণ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে চেনা রূপে ফিরল লিভারপুল। একের পর এক আক্রমণে কাঁপিয়ে দিল এভারটনকে। জালের দেখা মিলল দুইবার। দারুণ জয়ে লিগ টেবিলে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমাল ইয়ুর্গেন ক্লপের দল। বিরতির পর অবশ্য লিভারপুল ঘুরে দাঁড়ায় দারুণভাবে। এই সময়ে তাদের ১৫ শটের ৪টি ছিল লক্ষ্যে, যার দুটি সফল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ