Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৈমুরের এ কেমন আচরণ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

বি-টাউনের সবচেয়ে চর্চিত শিশু, যার নাম একদিন অন্তরই বিনোদনের শিরোনামে আসে। সে করিনা কাপুর এবং সাইফ আলি খানের বড় ছেলে তৈমুর আলি খান। তার জন্মের সময় থেকেই প্রায় ক্যামেরা তাক করে বসেছিল পাপারাৎজি। আর এখন মাত্র ৫ বছর বয়সেই ভক্ত অনুরাগীদের ভালবাসার পাহাড়ে চড়ে বসেছে সেই শিশু তারকা। আর এতেই নাকি বেশি ‘দুষ্টু’ হচ্ছে তৈমুর।

গত শনিবার বড় ছেলে তৈমুরকে নিয়ে বাসভবনের বাইরে পা রেখেছিলেন অভিনেত্রী করিনা কাপুর। সঙ্গে সঙ্গে ঝলসে উঠছিল হাজার হাজার ক্যামেরার শাটার। মা আর ছেলেকে একসঙ্গে পেয়ে কেউ কি সুযোগ ছাড়েন!
তবে বাধ সাধল তৈমুরই। বাড়ির বাইরে অবস্থানরত পাপারাৎজিকে চেঁচিয়ে বলল, ‘বন্ধ করো এসব, বন্ধ করো!’ ছোট্ট শিশুর সেই রোষের মুখে হকচকিয়ে যান চিত্রগ্রাহকরা। হাত মুখ নেড়ে অঙ্গভঙ্গি করতে থাকা ছেলেকে করিনাও তখন সরিয়ে নিয়ে যান।

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিও দেখে ক্ষেপে ওঠেন নেটাগরিকদের একাংশ। কেউ বললেন ‘অসভ্য বাচ্চা!’ বেশ কয়েকজন বললেন ‘একটা বেয়াদপ বাচ্চা তৈরি হচ্ছে তৈমুর।’
সেই একই ভিডিওতেই আবার বেবোর ছোট ছেলে জাহাঙ্গীরকেও দেখা যায়। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভেতরে সে তখন তার খেলনা গাড়ি চালানোয় ব্যস্ত। হাসিখুশি, খেলায় মশগুল। ২০১৬ সালে তৈমুরের জন্মের পর দ্বিতীয় সন্তান কোলে এসেছিল সাইফ-করিনার। ২০২১ সালে জন্ম নিয়েছিল তাদের আদরের জাহাঙ্গীর। যদিও তৈমুরই রোজ স্পটলাইট কেড়ে নিচ্ছে। সূত্র : পিঙ্ক ভিলা, বলিউড লাইফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ