Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ৮ ফার্মেসিকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : অবৈধ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে চট্টগ্রামে আট ফার্মেসিকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল (সোমবার) নগরীর হাজারী গলিতে দিনভর পরিচালিত এ অভিযানে এক লাখ টাকার ওষুধও জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, অননুমোদিত ফুড সাপ্লিম্যান্ট ও বিক্রয় নিষিদ্ধ ওষুধের মজুদ রাখায় আট প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমাণ মোট সাত লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে এক লাখ টাকা সমমূল্যের ওষুধও জব্দ করা হয় বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে ৮ ফার্মেসিকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ